Monday, November 23, 2020

সেরা বাংলা কবিতা ২০২০ঃ পথচলা- রেজওয়ান আহমেদ

Banngladeshi Bangla Kobita



পথচলা
রেজওয়ান আহমেদ


শামিল হয়েছি রেইল লাইনের সমান্তরাল যাত্রায়।

হেটে চলেছি পাশাপাশি মোরা; কাছাকাছি কভু নয়।

ছন্দ হারিয়ে গদ্য লিখেছি পদ্যের চয়ন ভুলে।

অনুভূতিরা সাড়া দেয় না আর কল্পিত পঙ্কতি জুড়ে।


খুঁজে চলেছি শান্তির নীড় অসুস্থ জনাকীর্ণতার ভীড়ে।

হারিয়ে যাওয়া কালের উপকন্ঠে আসবো কি আবার ফিরে?

জানি হে মহাকাল, সময়েয় যাত্রায় নিদারুন তুচ্ছ আমি।

স্বপ্ন সিঁড়ি আকাশ চুম্বি বড় বাড়াবাড়ি এটা মানি।


গ্রীষ্মের দগ্ধ ফাঁটল পূরণ হবে জানি একদিন বর্ষার অশ্রুবর্ষণে।

তাই চলিব সদা সম্মুখগামী নিজেই নিজের অন্তর্জামি হয়ে।

2 comments: