Thursday, November 26, 2020

Bangla Romantic Kobita [biroher kobita]

Biroher Kobita


 নি:সঙ্গচারী
রেজওয়ান আহমেদ

শুনবে কি কখনো সময় করে একটি নি:সঙ্গতার গল্প?
খুঁজে মরি তোমায় পাবো যে কবে কোথায় সময় বড় অল্প।
একটি ফুলের পাপড়িকে আমি বেসেছিলাম ভালো।
অগোচরে অবহেলায় শুকিয়ে সে গেলো।

প্রবীণসকল বলে - নিজেকে হারিওনা ফুলে।
আচ্ছা, নবীন তবে হারিয়ে যাবে মেঘবিহীন ওই বিশাল অন্তরীক্ষে।
যেখানে ফুল নেই, পাখি নেই, নেই কোন প্রাণের ডাক ।
প্রখর উত্তাপে পুড়ে মরি আমি, আর মাঝেমাঝে দেখি দু' একটা মুখ থুবড়ে পড়া দলছুট কাক।

এখানে আমি একা নয় তবুও নি:সঙ্গচারী।
একবুক রোদে পোড়া আকাশ নিয়ে নি:সঙ্গতার কবিতা লিখি।


No comments:

Post a Comment