Saturday, November 28, 2020

ছোট কবিতা সমগ্র ।। বাংলা কবিতা ২০২০ ।। বন্ধ দুয়ার- রেজওয়ান আহমেদ

ছোট কবিতা সমগ্র


 বন্ধ দুয়ার

রেজওয়ান আহমেদ


আকাশটা থমথমে।

বাতাসে রোদ্রের দখল।

কা কা ডাকা কাকগুলি

দিশেহারা হয়ে খুঁজছে জল।

 


নিস্তব্ধ নিশীথে

নীরব আজ সুখের নীড়।

ঘনো কালো জঙ্গলে

রাতকানা আর পেঁচার ভিড়।

 

নীল-বেগুনী-কমলার ভিড়ে

মানুষ যে আর তাকে ডাকে না।

তাই মোরগ ডাকা ভোর বেলা

দুয়ার সে আর খোলে না।

No comments:

Post a Comment