Romantic Kobita
দিগন্ত রেখা
রেজওয়ান আহমেদ উদয়
একটি তারা খসে গেলো ঘুটঘুটে অমানিশায়।
অভিমানী চন্দ্রটা আড়াল হয়েছে ঘূর্ণনগতির খেলায়।
কত রঙ বদল হয় এই ধরণী স্কন্ধে!
কে বা খবর রাখে!
কতটা ঢেউ আছড়ে পড়ে কপোতাক্ষের বাঁকে!
কত লোনা জলে তাকে সমুদ্দুর বলে!
কতটা পুড়লে খাটি হওয়া যায়!
কতটা মিষ্টিতে বিষাক্ত হয়!
কতটা দূরে আকাশ - পৃথিবী দিগন্তে মিশে যায়!
চেয়ে দেখি বারংবার ঐ দিগন্ত রেখায়।
দৃষ্টি যেখানে হারিয়ে যায় একত্রিকরণের খেলায়।
প্রেমের কবিতা সমগ্র
আরও কবিতা পড়তে ক্লিক করুন এখানে।
No comments:
Post a Comment