কবিতাঃ আত্নবিলাপ
রেজওয়ান আহমেদ
ঘুটঘুটে
অমানিশা।
বসিয়া
একেলা।
সঙ্গচারী
ঘুগরা, ঝিঁঝি পোকা
আর
একফালি চাঁদ
মেঘের
আড়ালে যার
বারংবার যাতায়াত।
অনন্য
এ জীবনের স্বাদ।
হিসাব
কষিলাম।
কি
পেলাম, কি হারালাম।
পুনশ্চ
ভাবিলাম---
কি
বা ছিল
যখন
এসেছিলাম!
তাহলে
ক্যানো এই শূণ্যতা!
ক্যানোই
বা এতটা দুখ!
শশীর
মাঝে খুঁজিয়া পাই
ছায়াময়
প্রীয় মুখ।
Romantic Kobita
নতুন কবিতার জন্য ক্লিক করুন এখানে।
No comments:
Post a Comment