হাসির ছন্দ
কেমন করে লিখবো আমি কবিতা
রেজওয়ান আহমেদ
যখন উদ্দেলিত হয় মন,
যখন বিষাদ অনলে পুড়ে জীবন,
যখন মনের ভিতর ভেষে ওঠে তাহার ছবিটা,
তখন মুখের কথা ক্যানো
যানি হয়ে যায় কবিতা।
.
যখন মনের ভিতর বয়ে যায়
মৃদু বাতাস,
যখন হাতছানি দিয়ে ডাকে
দূরের নীল আকাশ,
যখন শরতের রোদেলা
দুপুরে তরঙ্গিত হয় কাশবন,
ঠিক তখনই ব্যাকুল হয়ে
কবিতা লিখে এই মন।
.
যখন গ্রীষ্মের দুপুরে
চিকচিক করে নদীর জল,
যখন বর্ষার অশ্রুতে
নদীনালা করে টলটল,
যখন ঘুমাতে পারিনা
বকুল ফুলের গন্ধে,
ঠিক তখনি ছন্দগুলো
দানা বাধে এ মনের রন্ধ্রে।
.
পরীক্ষার পীড়নে অনেক
দূরে ঐ কাশবন, ঐ পীয়তমার মুখের ছবিটা।
এমন মুহূর্তে কেমন করে
লিখবো আমি কবিতা!
[কবিতাটি এক বছর আগে লেখা পরীক্ষার সময়।]
আরো নতুন কবিতা পড়তে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment