Thursday, November 26, 2020

রোমান্টিক কবিতা সমগ্র ।। Bangla Kobita ।। নতুন কবিতা

 

রোমান্টিক কবিতা সমগ্র

অস্তাচল

রেজওয়ান আহমেদ



কখনো বলিনি তোমাকে

নীলাম্বরী শাড়িতে সাজতে।

কখনো বলিনি তোমাকে

আবির আলতা মাখতে।


শুধু বলেছিলাম,

চুপটি করে বসতে ;

এই হৃদয়ের মাঝ দরিয়ায়

একটু সাতার কাটতে।


নদীটা বোধ হয়

নেই আর গভীর।

থেমে গেছে সব পারাপার।

আকাশ কুসুমে মোর

অবিরাম বিচরনে

শুকিয়ে গেছে শীতলক্ষ্যা ।

স্বপ্ন বিলাসিতায় বিভোর হয়ে

হারিয়ে ফেলেছি পন্থা।


দেখা হবে ঐ সবুজ বাগিচায়।

সেদিন হারাবো দু'জন তৃণ, আগাছায়।

জানি কথা হবেনা।

হৃদয়ে আর জোয়ার আসবেনা।

শুধু বলে যাবো - ভালো থাকো।

চোখ রেখো অস্তাচলে।

ওখানে আমাকে খুঁজে পাবে।


আরো পড়ুন।

 

3 comments: