রোমান্টিক কবিতা সমগ্র
অস্তাচল
রেজওয়ান আহমেদ
কখনো বলিনি তোমাকে
নীলাম্বরী শাড়িতে সাজতে।
কখনো বলিনি তোমাকে
আবির আলতা মাখতে।
শুধু বলেছিলাম,
চুপটি করে বসতে ;
এই হৃদয়ের মাঝ দরিয়ায়
একটু সাতার কাটতে।
নদীটা বোধ হয়
নেই আর গভীর।
থেমে গেছে সব পারাপার।
আকাশ কুসুমে মোর
অবিরাম বিচরনে
শুকিয়ে গেছে শীতলক্ষ্যা ।
স্বপ্ন বিলাসিতায় বিভোর হয়ে
হারিয়ে ফেলেছি পন্থা।
দেখা হবে ঐ সবুজ বাগিচায়।
সেদিন হারাবো দু'জন তৃণ,
আগাছায়।
জানি কথা হবেনা।
হৃদয়ে আর জোয়ার আসবেনা।
শুধু বলে যাবো - ভালো থাকো।
চোখ রেখো অস্তাচলে।
ওখানে আমাকে খুঁজে পাবে।
Superb..keep going my dear friend.
ReplyDeleteThank you so much for your inspiration.
DeleteSuperb..keep going my dear friend.
ReplyDelete