Saturday, November 28, 2020

ছোট কবিতা সমগ্র ।। বাংলা কবিতা ২০২০ ।। বন্ধ দুয়ার- রেজওয়ান আহমেদ

ছোট কবিতা সমগ্র


 বন্ধ দুয়ার

রেজওয়ান আহমেদ


আকাশটা থমথমে।

বাতাসে রোদ্রের দখল।

কা কা ডাকা কাকগুলি

দিশেহারা হয়ে খুঁজছে জল।

 


নিস্তব্ধ নিশীথে

নীরব আজ সুখের নীড়।

ঘনো কালো জঙ্গলে

রাতকানা আর পেঁচার ভিড়।

 

নীল-বেগুনী-কমলার ভিড়ে

মানুষ যে আর তাকে ডাকে না।

তাই মোরগ ডাকা ভোর বেলা

দুয়ার সে আর খোলে না।

Friday, November 27, 2020

হাসির ছন্দ ।। মজার ছন্দ ।। বাংলা নতুন কবিতা ২০২০

 হাসির ছন্দ



কেমন করে লিখবো আমি কবিতা

রেজওয়ান আহমেদ

যখন উদ্দেলিত হয় মন,
যখন বিষাদ অনলে পুড়ে জীবন,
যখন মনের ভিতর ভেষে ওঠে তাহার ছবিটা,
তখন মুখের কথা ক্যানো যানি হয়ে যায় কবিতা।
.
যখন মনের ভিতর বয়ে যায় মৃদু বাতাস,
যখন হাতছানি দিয়ে ডাকে দূরের নীল আকাশ,
যখন শরতের রোদেলা দুপুরে তরঙ্গিত হয় কাশবন,
ঠিক তখনই ব্যাকুল হয়ে কবিতা লিখে এই মন।
.
যখন গ্রীষ্মের দুপুরে চিকচিক করে নদীর জল,
যখন বর্ষার অশ্রুতে নদীনালা করে টলটল,
যখন ঘুমাতে পারিনা বকুল ফুলের গন্ধে,
ঠিক তখনি ছন্দগুলো দানা বাধে এ মনের রন্ধ্রে।
.
পরীক্ষার পীড়নে অনেক দূরে ঐ কাশবন, ঐ পীয়তমার মুখের ছবিটা।
এমন মুহূর্তে কেমন করে লিখবো আমি কবিতা!


[কবিতাটি এক বছর আগে লেখা পরীক্ষার সময়।]

আরো নতুন কবিতা পড়তে এখানে ক্লিক করুন।

Thursday, November 26, 2020

রোমান্টিক কবিতা সমগ্র ।। Bangla Kobita ।। নতুন কবিতা

 

রোমান্টিক কবিতা সমগ্র

অস্তাচল

রেজওয়ান আহমেদ



কখনো বলিনি তোমাকে

নীলাম্বরী শাড়িতে সাজতে।

কখনো বলিনি তোমাকে

আবির আলতা মাখতে।


শুধু বলেছিলাম,

চুপটি করে বসতে ;

এই হৃদয়ের মাঝ দরিয়ায়

একটু সাতার কাটতে।


নদীটা বোধ হয়

নেই আর গভীর।

থেমে গেছে সব পারাপার।

আকাশ কুসুমে মোর

অবিরাম বিচরনে

শুকিয়ে গেছে শীতলক্ষ্যা ।

স্বপ্ন বিলাসিতায় বিভোর হয়ে

হারিয়ে ফেলেছি পন্থা।


দেখা হবে ঐ সবুজ বাগিচায়।

সেদিন হারাবো দু'জন তৃণ, আগাছায়।

জানি কথা হবেনা।

হৃদয়ে আর জোয়ার আসবেনা।

শুধু বলে যাবো - ভালো থাকো।

চোখ রেখো অস্তাচলে।

ওখানে আমাকে খুঁজে পাবে।


আরো পড়ুন।

 

Bangla Romantic Kobita [biroher kobita]

Biroher Kobita


 নি:সঙ্গচারী
রেজওয়ান আহমেদ

শুনবে কি কখনো সময় করে একটি নি:সঙ্গতার গল্প?
খুঁজে মরি তোমায় পাবো যে কবে কোথায় সময় বড় অল্প।
একটি ফুলের পাপড়িকে আমি বেসেছিলাম ভালো।
অগোচরে অবহেলায় শুকিয়ে সে গেলো।

প্রবীণসকল বলে - নিজেকে হারিওনা ফুলে।
আচ্ছা, নবীন তবে হারিয়ে যাবে মেঘবিহীন ওই বিশাল অন্তরীক্ষে।
যেখানে ফুল নেই, পাখি নেই, নেই কোন প্রাণের ডাক ।
প্রখর উত্তাপে পুড়ে মরি আমি, আর মাঝেমাঝে দেখি দু' একটা মুখ থুবড়ে পড়া দলছুট কাক।

এখানে আমি একা নয় তবুও নি:সঙ্গচারী।
একবুক রোদে পোড়া আকাশ নিয়ে নি:সঙ্গতার কবিতা লিখি।


Wednesday, November 25, 2020

Romantic Kobita ।। বাংলা রোমান্টিক কবিতা সমগ্র ২০২০

 Romantic Kobita



দিগন্ত রেখা

রেজওয়ান আহমেদ উদয়


একটি তারা খসে গেলো ঘুটঘুটে অমানিশায়।

অভিমানী চন্দ্রটা আড়াল হয়েছে ঘূর্ণনগতির খেলায়।

কত রঙ বদল হয় এই ধরণী স্কন্ধে!

কে বা খবর রাখে!

কতটা ঢেউ আছড়ে পড়ে কপোতাক্ষের বাঁকে!

কত লোনা জলে তাকে সমুদ্দুর বলে!

কতটা পুড়লে খাটি হওয়া যায়!

কতটা মিষ্টিতে বিষাক্ত হয়!

কতটা দূরে আকাশ - পৃথিবী  দিগন্তে মিশে যায়!

চেয়ে দেখি বারংবার ঐ দিগন্ত রেখায়।

দৃষ্টি যেখানে হারিয়ে যায় একত্রিকরণের খেলায়।


প্রেমের কবিতা সমগ্র

আরও কবিতা পড়তে ক্লিক করুন এখানে

Tuesday, November 24, 2020

সেরা বাংলা কবিতা ২০২০। Shera Bangla Kabita 2020 ।। আত্মবিলাপ- রেজওয়ান আহমেদ

কবিতাঃ আত্নবিলাপ

রেজওয়ান আহমেদ




ঘুটঘুটে অমানিশা।

বসিয়া একেলা।

সঙ্গচারী ঘুগরা, ঝিঁঝি পোকা

আর একফালি চাঁদ

মেঘের আড়ালে যার

বারংবার যাতায়াত।

অনন্য এ জীবনের স্বাদ।


হিসাব কষিলাম।

কি পেলাম, কি হারালাম।

পুনশ্চ ভাবিলাম---

কি বা ছিল

যখন এসেছিলাম!

তাহলে ক্যানো এই শূণ্যতা!

ক্যানোই বা এতটা দুখ!

শশীর মাঝে খুঁজিয়া পাই

ছায়াময় প্রীয় মুখ।


Romantic Kobita

নতুন কবিতার জন্য ক্লিক করুন এখানে।